আজকের খেলায় ঢাকা নারী দল ও জয়পুরহাট নারী দল অংশগ্রহণের মধ্যদিয়ে খেলাটি শুরু হয়। খেলার মাঝে ঢাকা নারী দল ৩-০ গোলে জয়পুরহাট নারী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রথম ইটায় গ্রারামে নারী ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ায় আশপাশের গ্রামের শত শত নারী ও পুরুষ খেলা প্রেমীদের মাঠে উপচে পড়া ভিড়।
আয়োজককারী বলেন, নারীদেরকে ঘড়ে না বসিয়ে রেখে আগামী দিকে এগিয়ে নিতে এই খেলার আয়োজ করা হয়েছে। আগামীতে গ্রাম পর্যায় নারীরা ফুটবল খেলে জাতীয় পর্যায় খেলবে ।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, সাবেক হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, ইটাই গ্রামের বিশিষ্ট সমাজসেবিকা মাহফুজা বেগম, প্রমুখ।
উল্লেখ্য গত ২৮ জানুয়ারি তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলে বন্ধ হয়ে যায় প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টে। সাত দিনের মাথায় আবারো নারী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা