কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মুহাড়াপাড়া এলাকায় বিদুৎস্পর্শে সৈকত হোসেন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় পৌর শহরের মুহাড়াপাড়া এলাকায় স্ট্যান্ড ফ্যান দিয়ে বোরো ধান উড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি রাত আটটায় নিশ্চিত করছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. নাজমুল হোসেন।
নিহত সৈকত হোসেন (১৬) হাকিমপুর হিলি পৌরসভার ১নং ওয়ার্ড এর মুহাড়াপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে। নিহত কিশোর বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বাড়ির আঙ্গিনায় স্ট্যান্ড ফ্যান দিয়ে বোরো ধান উড়াচ্ছিলো। এসময় একটি মোটরসাইকেল আসায় স্ট্যান্ড ফ্যানটি সড়াতে গিয়ে অসাবধানতাবশত স্ট্যান্ড ফ্যানটি সড়াতে গিয়ে বিদুৎস্পর্শে সে আটকে যায়। পরে সাথে থাকা একজন বিদ্যুৎ এর তারটি টান দিয়ে ছিড়ে ফেলে। এরপর স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা