শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিলিতে ব্যবসা চাঙা করতে হয়রানি বন্ধ চান ব্যবসায়ীরা

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: পূর্বের আমদানি-রপ্তানি কার্যক্রম ফিরিয়ে আনতে দিনাজপুরের হাকিমপুরে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি সংবাদিকের সাথে মতবিনিময় সভা করেছেন।

গত রোববার বিকেলে কাস্টমস অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি ফেরদৌস আলীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ, কোষাধক্ষ্য মামুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি ডা: আলতাফ সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সিঅ্যান্ডএফ নেতারা বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন ২৫০ থেকে ৩শ’ ভারতীয় ট্রাকে বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু বিগত সরকারের আমলে সিন্ডিকেটের কারণে বর্তমানে পণ্য আমদানির গাড়ির সংখ্যা নেমে এসেছে ৩০টিতে। এর মূল কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বন্দর দিয়ে তাজা ফল আমদানির ক্ষেত্রে গাড়ির চাকার সংখ্যা অনুযায়ী শুল্কায়নের প্রথা থাকলেও তা সিন্ডিকেটের কারণে আমদানি করা সম্ভব হয় না। একই পণ্য অন্যান্য বন্দরের তুলনায় বাড়তি মূল্যে শুল্কায়ন, পণ্য পরীক্ষা-নিরীক্ষার নামে হয়রানিসহ নানান বৈষম্যর শিকার হতে হয় ব্যবসায়ীদের।

এর ফলে বন্দরের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তেমনি ব্যবসায়ীরাও তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। এমন অবস্থার পরিত্রানের জন্য সাংবাদিকদের পাশে থাকার আহবান জানান ব্যবসায়ী নেতারা। সকল বৈষম্য নিরসনে সামনের দিনে আন্দোলন করার কথাও বলেন নেতারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ