
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
হিলিতে শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৫৩ তম শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল, পাউশগাড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম রেজা, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনে, আব্দুল কুদ্দুস, মোশাররফ হোসেন, দিলজার রহমান, সুবীর চন্দ্র, সিদ্দিক হোসেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আতাউর রহমান, ইদ্রিস আলী, সুপার রোস্তম আলী, মোজাহার আলী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষক শিক্ষিকা সহ অনেকে।
সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত ক্রমে এবারের শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী ২ ফেব্রুয়ারী থেকে ৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এছাড়াও সভায় খেলা পরিচালনা করার জন্য উপ কমিটি, পুরস্কার ক্রয়ের কমিটি সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় এ্যাথলিক্সে যেসব শিক্ষার্থী বিজয়ী হবে তাদের কে তারুণ্যের উৎসব এর পক্ষ একটি করে পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা