কৌশিক চৌধুরী, হিলি : কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ।
উপজেলা ও পৌর যুবদল এর আয়োজনে আজ বুধবার বিকেল ৫টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হিলি বাজার ও হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে গুলি চালিয়ে শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের দাবি জানান বক্তারা।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা