কৌশিক চৌধুরী, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দর সংলগ্ন ফোরলেন সড়ক নির্মাণ কাজ চার বছর ধরে বন্ধ রয়েছে।
জমি অধিগ্রহণের জটিলতার কারণে প্রায় ৩৩ কোটি টাকার সোয়া দুই কিলোমিটার সড়কের কাজ ২০২২ সালে শুরু হলেও এখনও শেষ হয়নি। এর ফলে সীমান্ত এলাকার মানুষ, ব্যবসায়ী, ট্রাকচালক ও শ্রমিকরা প্রতিদিন দুর্ভোগে পড়ছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সড়কটি বেহাল। বর্ষায় কাদায়, শুকনো মৌসুমে ধুলায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। অসম্পূর্ণ ঢালাই ও উঁচু-নিচু জায়গায় দুর্ঘটনা হওয়ার শঙ্কা রয়েছে।
ট্রাকচালক মো. মাসুদ বলেন, বৃষ্টিতেই গাড়ি আটকে যায়। শুকনো মৌসুমে ধুলায় সামনের কিছুই দেখা যায় না। এ সড়কে ট্রাক চালানো এখন যুদ্ধের মতো।
জমির মালিক মো. এনামুল হোসেন বলেন, আমরা ক্ষতিপূরণের টাকা না পেলে জমি ছাড়তে পারব না। সরকার দ্রুত টাকা দিলে বিনা আপত্তিতে জমি ছাড়ার জন্য আমরা প্রস্তুত।
হিলির সাবেক কমিশনার মো. দুলাল হোসেন বলেন, রাস্তা না হওয়ায় শুধু মানুষ নয়, ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ এ পথে চলাচল করে। হিলিবাসীর দাবি—ফোরলেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
হিলি বন্দরের ব্যবসায়ী ও যাত্রীরা জানান, সড়ক বন্ধ থাকায় বন্দরে যানবাহনের চলাচলও ব্যাহত হচ্ছে। কাঁচামাল ও পণ্য আনা-নেয়ার সময় লম্বা জ্যাম তৈরি হচ্ছে।
দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পের টাকা হিলি-ঘোড়াঘাট সড়কে ব্যবহার করা হয়েছে। তবে ২-৩ মাসের মধ্যে নতুন প্রকল্পের আওতায় কাজ শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা