খাইরুল হাসান: অবিভক্ত বাংলার প্রখ্যাত নেতা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের অকৃত্রিম রূপকার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১৩৩তম জন্মদিন আজ।
তিনি ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন।
সোহরাওয়ার্দী ছিলেন বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে অবিভক্ত বাংলার মন্ত্রী পরিষদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়ের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।
তিনি ১৯৫৬ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে তিনি মৃত্যুবরণ করেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মদিনে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করছে। বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে তাঁর জন্মদিন।
গণতন্ত্রের এই মহানায়ককে শ্রদ্ধাভরে স্মরণ করছে সমগ্র জাতি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা