মিহির মন্ডল, পিরোজপুর: পিরোজপুর জেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ বাদুরা গ্রাম থেকে ১২ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ মেয়েটির নাম মরিয়ম, পিতা মৃত রুহুল আমিন, মাতা রহিমা বেগম। মরিয়ম স্থানীয় বালিপাড়া নূরানী মাদ্রাসার ১ম নূরানী শ্রেণির ছাত্রী।
মায়ের ভাষ্য অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ৮টার দিকে ছোট মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসে বিকাল ৪টার দিকে বাড়িতে ফিরে মরিয়মকে আর খুঁজে পাননি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
মরিয়মের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কোকড়া। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জলপাই রঙের থ্রি পিস। দুই হাত ও পায়ে বিঁচির দাগ রয়েছে এবং সে পিরোজপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে অনুগ্রহ করে মোবাইল নম্বর: ০১৮৬৮-৯৫৫৬৪৯-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা