আবু শামা, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সতেরো বছর পর প্রথমবারের মতো উন্নতমানের আইডি কার্ড পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১২ অক্টোবর) উপাচার্যের কক্ষে আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্র-পরার্মশক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্মার্ট আইডি কার্ড কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হক, সদস্য প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী,
আবাসিক হলের প্রাধক্ষ্যবৃন্দসহ বিভিন্ন হলের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
কমিটির সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হকের নিকট আইডি কার্ডের ভুল ত্রুটি সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ছাপানো আইডি কার্ডে যদি কারিগরি ভুল-ত্রুটি থাকে তাহলে আমরা তা সংশোধন করে দিবো। কিন্তু শিক্ষার্থীরা যদি নিজেরা ফরম পূরণে ভুল করে থাকে তাহলে তাদের সংশ্লিষ্ট হল প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে।
তিনি আরও বলেন, আইডি কার্ডের মধ্যে রয়েছে কিআর কোড, রেজিষ্ট্রার দফতরের টিএনটি নাম্বার, ইমেইল, ও অন্যান্য তথ্য এবং কুবির ওয়েব সাইট দেয়া হয়েছে।
কি আর কোর্ডে শিক্ষার্থীদের ডিটেইলস পরিচয় থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রথম উন্নত মানের আইডি কার্ড করেছি, আইডি কার্ডে এটা সম্ভব না এটা স্মার্ট কার্ডে সম্ভব। স্মার্ট কার্ড এখন করা সম্ভব হয় নাই, এ বিষয়ে তিনি ট্রেজারারের সাথে যোগাযোগ করার কথা বলে।
ট্রেজরার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান স্মার্ট কার্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ,বাংলাদেশের প্রক্ষিতে এখনো স্মার্ট কার্ড সম্ভব না। আমরা উন্নত মানের আইডি কার্ড করেছি। তবে ভবিষ্যতে আমরা স্মার্ট কার্ড করার পরিকল্পনা রয়েছে।
এসময় উপাচার্য ড. আবদুল মঈন দ্রুত সময়ের মধ্যে আইডি কার্ড প্রস্তুত করায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি যেসকল শিক্ষার্থীরা এখনো আইডি কার্ডের জন্য আবেদন করেনি তাদের আবেদন করার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, আইডি কার্ডের জন্য ইতিমধ্যে ১৬০০ শিক্ষার্থী আবেদন করছে এবং আজকে ১০০০ আইডি কার্ড শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে। বাকিগুলো হল প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের কাছ থেকে আইডি কার্ড নিতে পারবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা