কৌশিক চৌধুরী, হিলি: শুল্ক প্রত্যাহারের পর ও দীর্ঘ ১৯মাস ১০ দিন পর দিনাজপুরেরর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। সাইরাম ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চাল গুলো আমদানি করেন।
সোমবার ভারত থেকে দুটি ট্রাকে ৯০ টন চাল আমদানির মধ্য দিয়ে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। আজ আরও বেশ কয়েকট্রাক চাল আমদানি হবে জানান আমদানিকারকরা
আমদানিকারকরা বলছেন, আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের দাম কমে আসবে। সবশেষ গতবছরের ৩০ মার্চ হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি হয়।
হিলি স্থলবন্দর আমদানিকারকরা অভিনাস জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় আজ থেকে চাল আমদানি শুরু হয়েছে। পর্যায়ক্রমে চালের আমদানি আরো বাড়বে। এদিকে চাল আমদানি খবরে বন্দরে ক্রেতা আসতে শুরু করেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, এই বন্দরের ১০ থেকে ১৫ জন আমদানিকারক এখন পর্যন্ত ৩০ থেকে ৩২ হাজার টন চাল আমদানির আইপি অনুমতি পেয়েছে।