

মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। রবিবার(১৩ আগষ্ট) ভোরে উপজেলার মানিয়ন্দ ইউনিয়নে শৌন-লৌহঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন,উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের মৃত হিম্মত আলীর ছেলে মোঃ কাউসার (৪২), মৃত আব্দুল মোতালেব প্রকাশ রবি মিয়া’র ছেলে মোঃ শিপন মিয়া(৩৮) ও কবির মিয়া’র ছেলে মোঃ পারভেজ (৩০)।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমারা জানতে পারি, একটি মাদক চক্র সিএনজি দিয়ে মাদক বহন করছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা