রকিবুজ্জামান, মাদারীপুর: মাত্র ২২ দিনের ব্যবধানে তিনবার মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এডহক কমিটি পরির্বতন করা হয়েছে।এ নিয়ে জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরির্দশক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত লিখিত এক পত্রের মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর মো. আনিসুর রহমান তালুকদার খোকনকে সভাপতি ও মো. ফজলুল হক বেপারীকে বিদ্যোৎসাহী সদস্য করে কলেজটির একটি এডহক কমিটি গঠন করা হয়।
এর ১৩ দিনের মাথায় গত ২৯ সেপ্টেম্বর একই কর্মকর্তার স্বাক্ষরিত আরেকটি পত্রের মাধ্যমে পূর্বের কমিটির সভাপতিকে পরির্বতন করে মাহমুদ আলম সরদারকে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে পরিবর্তন করে মো. মিজানুর রহমানকে বিদ্যোৎসাহী সদস্য করে নতুন এডহক কমিটি করা হয়।
পরবর্তী পুনরায় মঙ্গলবার(৮ অক্টোবর) সকালে মাহমুদ আলম সরদার ও মোঃ মিজানুর রহমানকে বাদ দিয়ে আবার পূর্বের এডহক কমিটির সভাপতি মোঃ আনিসুর রহমান তালুকদার খোকনকে সভাপতি ও মোঃ ফজলুল হক বেপারীকে বিদ্যোৎসাহী সদস্য করে করা এডহক কমিটি পুনঃবহাল করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মো. আনিসুর রহমান তালুকদার খোকন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাহমুদ আলম সরদার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি। তারা উভয় মাদারীপুর-৩ আসনের সন্তান।
নবগঠিত এডহক কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়ে বিজ্ঞপ্তিতে।
এদিকে এত অল্প সময়ের ব্যবধানে তিন বার কমিটি পরিবর্তন করায় এলাকাবাসীর মাঝে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তবে যারাই এই কলেজের দায়িত্বে আসুক না কেন, তারা যেন এই কলেজের হারাতে বসা গৌরব ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা নেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা