নন্দীগ্রাম, (বগুড়া) : বগুড়ায় স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টার দিকে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা নামক পাথারে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় তিনজনের মরদেহ উদ্ধার হলো।
নিহত জিসান বাবু ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘সুতানারা এলাকায় পাথারে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে এসেছি। কাজ শুরু করেছি। বিস্তারিত পরে জানাতে পারব।’
কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বলেন, ‘আমার ইউনিয়নের এলাকার মধ্যে পড়ে। যে ছেলে খুন হয়েছে সে ধুনট উপজেলার। এটা ধুনট ও সারিয়াকান্দি উপজেলার পাশাপাশি এলাকা। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিন বন্ধু একসঙ্গে পাথারে গিয়েছিল। সেখানে ২ জন মারামারি করছিল। এর মধ্যে একজন পালিয়ে জিসানের বাসায় খবর দেয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জিসানকে মৃত অবস্থায় দেখতে পায়।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে এবং ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। এছাড়া মরদেহের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে সকালে সদর উপজেলার সাবগ্রাম কুরশা এলাকা থেকে অটোরিকশা চালক সম্রাটের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া শনিবার রাতে ২৯ মামলার আসামি ব্রাজিলকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। জিসানের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে বগুড়ায় ২৪ ঘণ্টায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা