সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশপন্থীরাই কেবল রাজনীতি করতে পারবে। এছাড়া এদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না।
আমরা দাবি তুলেছি, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। কারণ জাতীয় পার্টি গণতন্ত্র ধ্বংস করার মূল।
শনিবার বিকেলে সাতক্ষীরা শহরের পিৎজা মিলান সেন্টারে জেলা এনসিপির উদ্যোগে “উঠানে নতুন সংবিধান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা এনসপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মূখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, মেসবাহ কামাল, সদস্য মুফতি ইনজিমামুল ইসলাম, যুগ্ন সমন্বয়ক এস কে আহসান উল্লাহ, অধ্যক্ষ আকতারুজ্জামান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা