

নিরেন দাস, জয়পুুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে মামলা করার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি ও তার সহযোগীকে র্যাব যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
সোমবার (০৭ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলার বটতলী এলাকা থেকে র্যাব-৫ জয়পুরহাট ও র্যাব-১২ বগুড়া ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দূর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে হাসনাইন হোসেন তমাল (২০) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট্ট মানিক গ্রামের পাষ্ণাবের ছেলে বায়েজিদ হোসেন (২৩)।
সোমবার সকালে সিপিসি-৩, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটককের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম।
তিনি জানান, চলতি মাসের গত বুধবার (২ আগস্ট) বিকেল ৪ টায় হাসনাইন হোসেন তমাল দেখা করার কথা বলে দিনাজপুরের হিলি থেকে ভিকটিমকে পাঁচবিবি পৌর পার্কে নিয়ে আসেন। ভিকটিম পার্কে এলে তমাল সন্ধ্যা ৭টায় বায়জিদসহ কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলার নওদা পাড়া গ্রামে একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে গভীর রাতে তমাল জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে। সকালে ভিকটিমের জ্ঞান ফিরলে আসামিরা তাকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়।
‘পরে ভিকটিম বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনার বিস্তারিত জানালেন ভিকটিমের পরিবার রোববার (৬ আগস্ট) বিকেলে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের আটক করতে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং একপর্যায়ে আসামিরা তাদের স্থান পরিবর্তন করে বগুড়া চলে গেলে র্যাব -১২, বগুড়া ক্যাম্পের সহায়তায় তাদের দু’জনকে বগুড়ার বটতলী থেকে আটক করা হয়।’
পরবর্তীতে আটককৃত আসামীদের পাঁচবিবি থানায় জিডি মূলে সোপর্দ করা হয় বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা