বিনোদন রিপোর্টঃ
ছোটবেলা থেকে স্বপ্ন ছিল কন্ঠশিল্পী হবো।তাইতো নিজেকে প্রতিনিয়ত গানের সাথে যুক্ত রেখেছি।আজো হেঁটে চলছি স্বপ্ন পথে।আমৃত্যু সবার ভালোবাসা নিয়ে গান গেয়ে যাবো।
নিজের স্বপ্ন ও বাস্তবতার কথা গুলো উদীয়মান কণ্ঠশিল্পী এআর সুমনের।বুধবার নিজের অব্যক্ত কথাগুলো এই প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে জানালেন এই শিল্পী।
কন্ঠশিল্পী এআর সুমনের জন্ম ও বেড়ে উঠা ভোলা সদর উপজেলার বাংলা বাজার উপশহরে।
২০০৮ইং সাল থেকে নিয়মিত স্টেজে গান করেন এই শিল্পী, পাশাপাশি গান লিখা ও সুরে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।পরবর্তীতে ইউটিউবে বঙ্গবন্ধুর দেশ ও ফেব্রুয়ারির গান নামে দুটি গান প্রকাশিত হয় এআর সুমনের লিখা ও সুরে।
গত দুই বছর থেকে নিজের মৌলিক গান নিয়ে কাজ শুরু করেছেন এআর সুমন।তিনি কাজ করেছেন জনপ্রিয় কম্পোজার পলাশ ঢালি ও অন্যান্যদের সাথে।
বর্তমানে চারটি গানের কাজ এগিয়ে চলছে এই শিল্পীর।
গানগুলোর শিরোনাম যথাক্রমে তুই যে ছিলি আমার মনে,ঢাকাই মেয়ে,কষ্টে আছি মাগো ও বলি ও শালি।
জানতে চাইলে সুমন বলেন,ছোট বেলা থেকেই আমার স্বপ্ন একজন প্রতিষ্ঠিত কন্ঠশিল্পী হবো।সেই স্বপ্নের পথে আমি হাঁটছি,সঙ্গীতের চাদরে আগামীর দিনগুলো পাড়ি দিতে চাই।
তিনি আরো বলেন,বর্তমানে আমার নিজের গাওয়া গানগুলোর কাজ নিয়ে কিছুটা ব্যস্ত রয়েছি।খুব শিঘ্রই গানগুলো ইউটিউবে প্রকাশিত হবে।সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।