যোবায়ের
ছাত্র জীবনে সবার একজন আইডল থাকে। যাকে ফলো করে আমরা জীবন, সমাজ সংসার, দেশ আর দেশের মানুষের কথা ভাবতে থাকি। আমার জীবনে সেই অবিসংবাদিত নেতা হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শুধুমাত্র আদর্শের রাজনীতিটা বুঝার জন্য বিশ্ববিদ্যালয় জীবনে বাসার পাশে হওয়ার পরও ইচ্ছে করে হলে থাকতাম। কারন, উপমহাদেশের সকল বড় বড় আন্দোলন গুলো আমাদের মত ছাত্র-ছাত্রীরাই স্বাধীনচেতা হয়ে স্বোচ্চার হয়েছে। ঘরকুনো হয়ে কখনো বসে থাকতে চাই নি।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে, দেশের মানুষকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশের আওতায় নিয়ে আসতে, এই দেশের তরুণদের বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি শিখাতে, অসহায় খেটে খাওয়া মানুষগুলির পাশে দাড়াতে প্রতিনিয়ত নিজ এলাকার নিজের মত করে কাজ করে যাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশ মতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যা করা দরকার তাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
সারমিন আক্তার ময়না, সদস্য, বাংলাদেশ যুব মহিলালীগ