Home বিনোদন প্রকাশিত হলো মুরাদ নূর ও কাজী শুভ’র ইচ্ছে।

প্রকাশিত হলো মুরাদ নূর ও কাজী শুভ’র ইচ্ছে।

  1. বিনোদন রিপোর্টঃ প্রকাশিত হলো মুরাদ নুরের সুরে ইচ্ছে শিরোনামের গান,গানটি গেয়েছেন সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ।

গানটির কথা লিখেছেন জসিম উদ্দিন। মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে ও নাহিদ জামানের ভিডিও পরিচালনায় গানটি দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে শুক্রবার  অবমুক্ত হয়।

ইচ্ছে প্রসঙ্গে কাজী শুভ বলেন, ইচ্ছে আমার ভীষণ পছন্দের গান। শুনলেই গুণগুণ করতে ইচ্ছে করে। চমৎকার কথা সুরের বন্ধন। মুরাদ নূর কে ধন্যবাদ এই গানে আমার কণ্ঠ’ই নির্বাচন করার জন্য। দর্শক শ্রোতা ও সাউন্ডটেক পরিবারের প্রতি কৃতজ্ঞতা।

সুরকার মুরাদ নূর বলেন, কাজী শুভ আমার পছন্দের শিল্পী। এর আগেও আমাদের গান বেশ প্রশংসনীয় হয়েছে। এবার আমাদের ইচ্ছের প্রকাশ। আশা নয় বিশ্বাস করি গানটি আপনাদের ভালো লাগবে।

ইচ্ছে গানটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেল সহ সকল ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here