বিনোদন রিপোর্টঃ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের সমর্থনে গান গেয়ে ফের ভাইরাল কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক ফিরোজ প্লাবন।
প্যানেলের সমর্থনে গাওয়া গান দুটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে কয়েক মিলিয়ন ভিউ সহ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
‘হবে কাঞ্চন নিপুণ প্যানেল জয়’ ও ‘কাঞ্চন নিপুণ পরিষদে বিজয় হাওয়া লেগেছে’ শিরোনামের গান দু’টি ফিরোজ প্লাবনের নিজস্ব ফেসবুক পেইজে ও টুঙ্গিপাড়া ইউটিউব চ্যানেলে চলতি সপ্তাহে প্রকাশিত হয়।
প্রকাশের পর থেকে গানগুলো কয়েক হাজার লাইক কমেন্ট সহ জনপ্রিয় তারকাদের ফেসবুক পেইজে ও বিভিন্ন ফেসবুক আইডিতে কয়েক হাজার শেয়ার হয়।
জানতে চাইলে ফিরোজ প্লাবন বলেন,চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই আমদের(মিডিয়া সংশ্লিষ্টদের) বাড়তি বিনোদন। আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের একজন একনিষ্ঠ ভক্ত।আমি বিশেষ করে কাঞ্চন ভাইকে ভালোবেসে গান দু’টি গেয়েছি।গানগুলো এতটাই সবার ভালোবাসা কুড়াবে তা ভাবি নি।কাঞ্চন নিপুণ প্যানেলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো।