নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
বুধবার (৯ নভেম্বর) রাতে জয়পুরহাট পৌর শহরের বামনকুন্ডা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহনাজ বেগম (৪৫) ওই এলাকার রেজাউল ইসলামের স্ত্রী।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো.মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৫ এর সদস্যরা রেজাউল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় আমদানি নিষিদ্ধ ছয় (৬) কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী শাহনাজ বেগমকে হাতেনাতে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনাজ জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাদক হিসেবে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় গাঁজা সেবনকারীদের নিকট সরবরাহ করে আসছিলো। শাহনাজের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।