আবু শামা, কুবি প্রতিনিধি: মোবাইল ডিভাইসে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাংবাদিক সমিতির ২৮ সদস্যকে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)
আট ও নয় দুদিন ব্যাপি প্রশিক্ষণে মোবাইলের সেটিংসের ব্যবহার, ভিডিও এডিটংর বিভিন্ন এপসের ব্যবহার, ভিডিও ধারণ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।
সোমবার (৯ জানুয়ারি) প্রশিক্ষণের সমাপনী দিনে রাজধানীর সার্কিট হাউজ রোডের পিআইবিতে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা।
প্রশিক্ষক হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে সমন্বয়ক হিসাবে ছিলেন প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।