ফজলে রাব্বি, নোবিপ্রবি প্রতিবেদক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোবিপ্রবির শিক্ষা বিভাগের ১ম ব্যাচের ফেয়ারওয়েল “প্রারদ্ধ” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত কালার ফেস্ট, ফ্লাশ মোব, র্যালি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর দিদার-উল-আলম।
আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবির প্রক্টর প্রফেসর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান আকন্দ, সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম, সহকারী অধ্যাপক নওরিন ইয়াসমিন, সহকারী অধ্যাপক ফাতেমা বেগম পপি প্রমুখ।
নোবিপ্রবির প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, তোমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থীরা অবদান রাখবে। তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধ ভবিষ্যত কামনা করি।
ফেয়ারওয়েল অনুষ্ঠানের সভাপতি ও নোবিপ্রবির শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. বিপ্লব মল্লিক বলেন, তোমরা যারা এই ক্যাম্পাস থেকে বের হচ্ছো, শিক্ষা বিষয়ক গবেষণাতে তোমরা আরও বেশি অবদান রাখার চেষ্টা করবে। তোমাদের হাত ধরেই সূচিত হবে অনন্য এক বাংলাদেশ। তোমাদের সবার মঙ্গল কামনা করি।
পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানসূচির সমাপ্ত হয়।