ক্রীড়া প্রতিবেদক: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ প্রথম ওয়ানডের একাদশ অপরিবর্তিত রেখেছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। দুই পেসার ক্রিস ওকস ও জোফরা আর্চারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন স্যাম কারান ও সাকিব মাহমুদ।
বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরেছিলো।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, উইল জ্যাকস, মঈন আলি, স্যাম কারান, সাকিব মাহমুদ, আদিল রশিদ ও মার্ক উড।