মঙ্গলবার, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
Mujib

/

এর সর্বশেষ সংবাদ

নারী দিবস উপলক্ষ্যে ড্রেসআপ বাংলাদেশে আয়োজিত হয়ে গেলো “মিট অ্যান্ড গ্রিট”

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান ড্রেসআপ বাংলাদেশ তাদের ধানমণ্ডির শো-রুমে আয়োজন করলো “মিট অ্যাণ্ড গ্রিট” অনুষ্ঠানের। যে অনুষ্ঠানে নারী দিবস উদযাপনের পাশাপাশি তাদের আরেকটি সহযোগী প্রতিষ্ঠান হার্বআয়ুরের উন্মোচন হয়। হার্বআয়ুরের অংশীদার হিসেবে ড্রেসআপের কর্ণধার আসিফ ইকবাল ও সেলিনা ইকবাল পপির সাথে সংযুক্ত আছেন আরেক নারী শায়লা শাবনাম।

ড্রেসআপ বাংলাদেশের আরও একটি সহযোগী প্রতিষ্ঠান হলো “ইয়াম্মী বাই ড্রেসআপ” যা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে নিত্যপ্রয়োজনীয় ও ভেজালমুক্ত খাদ্যদ্রব্য ভোক্তার হাতে তুলে দিচ্ছে।

ড্রেসআপের মূল আকর্ষণ হাতের কাজের পোশাক ও শাড়ি আর তাই নারী দিবসের এই অনুষ্ঠানে যশোর থেকে আসা কর্মীদের হাতের কাজ সরাসরি দেখানো হয়। এর পাশাপাশি ফ্যাশন শো, শপিংয়ে ফ্ল্যাট ৮% ডিসকাউন্টসহ গিফ্ট হ্যাম্পার, লটারি কুপন রাফেল ড্র গিফ্টসহ ছিলো আরো অনেক কিছু।

ড্রেসআপের সাথে প্রত্যক্ষভাবে সংযুক্ত ৮০% কর্মীই নারী। এছাড়া পরোক্ষভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হাজারো নারী কর্মী কাজ করে যাচ্ছে। আর এ বিষয়টি মাথায় রেখে এবং নারীদের বিশেষ সম্মান জানানোর উদ্দেশ্যে ড্রেসআপের স্বতাধিকারী আসিফ ইকবাল ও সেলিনা ইকবাল পপি এ আয়োজনের উদ্যোগ নেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published.

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ