ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে নানান আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, থানায় প্রশাসন,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১১টায় প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একটিভ ফাউন্ডেশন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়,
উপজেলা সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা শাকিল, বিআরডিপি’র চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, চাটখিল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সম্পাদক রিয়াজ খান প্রমূখ।
উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলী তাহের ইভু, মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা শাহীন, উপজেলা প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, সহকারী নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা এবং উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় শেষে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপর রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।