শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি: শনিবার(১৮/০৩/২০২৩) সকালে কুমিল্লা কোম্পানীগঞ্জ বাজার, মুরাদনগর পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এর ৪ ধারা লঙ্গনের দায়ে উক্ত আইনের ১৫ ধারা মোতাবেক মেসার্স হাজী জানু মিয়া ফ্লাওয়ার মিলকে ১০,০০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি),মোঃনাজমুল হুদা মুরাদনগর ও কুমিল্লা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।