ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও এইচ এম ইব্রাহিম এমপি কর্তৃক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার (১৮মার্চ) বিকেল ৩টায় চাটখিল পি.জি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আমির হোসেন তপদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা শাকিল, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, পৌরসভা মেয়র ভিপি নিজাম উদ্দিন, জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক এ.কে.এম মোজাম্মেল হোসেন, সদস্য সচিব এ.বি.এম ছিদ্দিক নাছির, হাটপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম বাকী বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, বিশিষ্ট শিল্পপতি ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান ভিপি লিটন, জেলা পরিষদের সাবেক সদস্য ইমরুল চৌধুরী রাসেল, উপজেলা কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দুলাল, পৌরসভা শ্রমিকলীগের তাজুল ইসলাম হেলাল, সাধারন সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক খাঁজা রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাহ উদ্দিন সুমন, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক নুর উদ্দিন উজ্জ্বল, যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুষার সহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন শ্রমিকদের টাকায় আমাদের সকলের বেতন হয়, শ্রমিকদের প্রতি সমাজের বিত্তবানদের খেয়াল রাখা উচিৎ, শ্রমিকদের যে কোন সহযোগিতায় আমাদেরকে সবসময় কাছে পাবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনে যাকেই নৌকা প্রতিক দেওয়া হবে, আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে নৌকাকে বিজয়ী করে, জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিবো।
অনুষ্ঠান শেষে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম চাটখিল উপজেলায় শ্রমিকদের মাঝে তিন হাজার দুইশত শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।