ফয়সাল কবির, লক্ষ্মীপুর: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
শুক্রবার ১৭ মার্চ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রীল শেডে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা মাহফুজ, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদুল হোসাইন, আরআই (পুলিশ লাইন্স) মোঃ আবদুস সামাদ, সকল থানা, ফাঁড়ি তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যবৃন্দ।
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা সাহাদাত হোসেন টিটো এর সঞ্চালনায় কেক কাটার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মদিন পালন করা হয়। পরবর্তীতে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের মধ্য থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে।