
কবির হোসেন, টাঙ্গাইল: জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির বর্ধিত সভায় আগামী দুই বছর মেয়াদের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছেন আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি আল আমিন শোভন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন আমার সংবাদ পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মামুন সরকার।
শুক্রবার (১৪ নভেম্বর ) সকাল ১১টার দিকে উপজেলার বাগবাড়ী আউটডোর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এক বর্ধিত সভায় প্রধান অতিথি এবং জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের আহবায়ক মাসুদুর রহমান মিলন এ কমিটি ঘোষণা করেন।
এসময় বর্ধিত সভায় আনন্দ টেলিভিশন জেলা প্রতিনিধি আল আমিন শোভনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন।
আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর উপজেলা ইউনিটের উপদেষ্টা দৈনিক যুগান্তরের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি আসাদুল ইসলাম (বাবুল), দৈনিক মানবকণ্ঠের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি শাহ আলম প্রামাণিক , দৈনিক মজলুমর কণ্ঠের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি আতাউর রহমান তালুকদার মিন্টু এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি আখতার হোসেন খান।
এসময় জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর ইউনিটের মনোনীত হয়েছেন সহ-সভাপতি রফিকুল ইসলাম রবি ও আব্দুর রশিদ শেখ, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক সাজেদুল ইসলাম শুভ, ক্রীড়া সম্পাদক আরিফুজ্জামান তপু, দপ্তর সম্পাদক কবির হোসেন, তথ্য সম্পাদক শাওন, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসয়াম।
কার্যকরী সদস্যরা হলেন- সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, আব্দুর রহিম ও খন্দকার মাসুদ রানা ।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আল আমিন শোভন এবং প্রধান অতিথি মাসুদুর রহমান মিলন জানান, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ এবং অধিকার সংরক্ষণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা জানান।












