শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সেবা ডেস্ক চালু

শাহ ইমরান, কুমিল্লা : কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সেবা নিতে মানুষের জন্য সেবা ডেস্ক চালু করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ফিতা কেটে সেবা প্রত্যাশী ডেস্কের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

উদ্বোধন শেষে পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, কুমিল্লা কোতোয়ালি একটি মডেল থানা, সে হিসেবে এই থানার সেবার মানও মডেল হতে হবে।

তাই বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশীরা নির্দিষ্ট অফিসারের কাছে যেন সহজেই পৌঁছাতে পারে এইজন্য এই সহায়তা ডেস্ক চালু করা হলো।

এই সহায়তা ডেস্কে সার্বক্ষণিক একজন অফিসার থাকবেন। তার কাছ থেকে সেবা গ্রহীতারা বিভিন্ন তথ্য নিয়ে নির্দিষ্ট কক্ষে যেতে পারবেন। এছাড়াও সেবা গ্রহিতারা অপেক্ষার জন্য এই স্থানটি ব্যবহার করবেন।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেনের বাস্তাবায়নে সহায়তার ডেস্ক উদ্বোধন কালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ (ট্রাফিক) মো: নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন, কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত শিবেন বিশ্বাস, কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ির পুলিশ পরিদর্শক দীনিশ চন্দ্র দাশ গুপ্ত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *