ফরিদপুর প্রতিনিধি: সমকাল পত্রিকায় গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত ‘ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকে হচ্ছে প্রশাসক নিয়োগ’ সংক্রান্ত খবরের প্রতিবাদ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
প্রতিবাদ বিজ্ঞপ্তিতে উক্ত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত ব্যাংকে লুৎফর রহমান নামে কোনো শেয়ার হোল্ডার নেই এবং উক্ত ব্যাংকে সমবায় সমিতি আইন মোতাবেক কোনো ব্যক্তি শেয়ার হোল্ডার হতে পারেন না। বহুল আলোচিত সন্ত্রাসী শ্রমিক নেতা গোলাম নাছির ও ইমান আলী গংদের ভাড়াটিয়া দালাল লুৎফর রহমান কর্তৃক আনীত অভিযোগ এর কোন আইনগত ভিত্তি নেই। তার বিরুদ্ধে ব্যাংকের পক্ষ থেকে ফরিদপুর আদালতে দুটি মামলা বিচারাধীন। সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর ব্যাংক দখলের অপচেষ্টা সংক্রান্ত বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানায় জিডি করা হয়েছে। সমবায় অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনে সাম্প্রতিক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা সংক্রান্ত ঘটনা লিখিতভাবে ইতিমধ্যে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
ব্যাংকে বৈধ কোনো কমিটি নেই বলে উল্লেখ করা হয়েছে- যা মিথ্যা। প্রকৃত তথ্য হলো, সমবায় অধিদপ্তর এর নিয়ম মোতাবেক সরকারি নির্বাচন কমিটি কর্তৃক ঘোষিত বৈধ নির্বাচিত কমিটি দ্বারা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে উক্ত তথ্যও সত্য নয়। দোকান ভাড়া ভাগাভাগি হচ্ছে মর্মে অভিযোগও মিথ্যা ও মানহানির অপচেষ্টা মাত্র। সভাপতি পদে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা থাকায় বিভাগীয় কার্যালয় গঠিত কমিটির বিরুদ্ধে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। অভিযোগকারী লুৎফর রহমান এর প্রার্থী শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমান আলীর প্রার্থীতা সংক্রান্ত ঢাকা বিভাগীয় কার্যালয়ের নির্বাচন সংক্রান্ত একটি রায় আদালত বাতিল করে দিয়েছেন। ফলে অত্র ব্যাংকে নতুন করে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন করার কোনো আইনগত সুযোগ নেই।
সমকাল দেশের একটি বহুল প্রচারিত পত্রিকা হলেও ফরিদপুরে নিয়োজিত প্রতিনিধি উক্ত সংবাদ সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বা ব্যাংক কর্তৃপক্ষের কোন বক্তব্য গ্রহণ ছাড়াই একতরফা সংবাদ প্রকাশ করে উক্ত প্রতিষ্ঠানের ও ব্যক্তির বিপুল পরিমাণ মানহানি করেছেন। যা প্রচলিত নিয়মনীতির বরখেলাপ এবং দুঃখজনক।