কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো : জন্ম থেকে যে সকল শিশু ঠোঁট কাটা ও তালু কাটা এসব শিশুদের নানারকম সমস্যায় ভুগতে দেখা যায়।এতে কিছু সমস্যা আছে শারীরিক আর কিছু আছে সামাজিক।
ঠোঁটকাটা রোগীদের ক্ষেত্রে দেখা যায় এদের কথা বলতে সমস্যা হয়, চেহারাটা খারাপ দেখায় এবং খাবার খেতেও জটিলতা সৃষ্টি হয়। আর তালুকাটা রোগীদের খেতে সমস্যা হয়, খাবার অনেক সময় নাক দিয়ে বের হয়ে যায়, কথা থাকে অস্পষ্ট।
আবার সামাজিক সমস্যায়ও ভুগে এই শিশুরা। বয়স বাড়ার সাথে সাথে তাদের সামাজিক মর্যাদাও কমতে থাকে। কন্যা শিশুর ক্ষেত্রে এই রোগীদের নিয়ে পরিবারের ভোগান্তির শেষ থাকে না। এই চিকিৎসার খরচটাও ব্যয়বহুল। তাই অনেক পরিবার ইচ্ছা থাকলেও শিশুর চিকৎসা করাতে পারে না।
শিশুদের ঠোঁট কাটা ও তালু কাটা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসায় কাজ করছে সামাজিক সেবা সংস্থা শিশুর হাসি ও স্মাইল ট্রেন।
শিশুর হাসির বাস্তবায়নে ও স্মাইল ট্রেনের অর্থায়নে এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহযোগিতায় সার্জারির মাধ্যমে এখন সুস্থ হচ্ছে এসব শিশু। সার্জারির পর রোগীকে দেওয়া হয় ওষুধও।
গতকাল শুক্রবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে রোগীদের সেবাদানকালে শিশুর হাসি সামাজিক সংস্থার সমন্বয়ক এম এ ইলাহী আরাফাত এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্মাইল ট্রেন বাংলাদেশে ২৪ বছরে ধরে কাজ করছে। আর ২০১৮ সাল থেকে শুধু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এ পর্যন্ত প্রায় এক হাজারের অধিক রোগীকে সফলতার সাথে চিকিৎসা দিয়েছে সংস্থাটি। চিকিৎসার পর ১৫ দিন থেকে তিনমাস রোগীকে জীবনমানের একটা নিয়ম অনুসরণ করলে স্থায়ীভাবে এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব বলে দাবি করেন আরাফাত।