শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

, এর সর্বশেষ সংবাদ

কন্যা শিশুর নিরাপত্তায় কাজ করবে রেসপন্স টিম

যায়যায়কাল প্রতিবেদক : কন্যা শিশুদের নিরাপত্তায় তরুণ প্রতিনিধিদের নিয়ে সারাদেশে র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেছেন, প্রত্যেকটি টিম কেন্দ্রীয়ভাবে হবে। এখানে প্রশাসন, পুলিশ, আইনজীবী, কাউন্সিলর এবং তরুণ সমাজের উপস্থিতি থাকবে।

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কিশোরীদের উদ্দেশে শারমীন এস মুরশিদ বলেন, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা লেভেলে আমরা তোমাদের কাছে আসব। আমরা যে করেই হোক মেয়েদের উপরে নির্যাতনটা কমিয়ে আনব। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। আমি আমার সরকারকে বলব, রাষ্ট্র হোক বাচ্চাদের জন্য।

অ্যাকশন ফর স্যোশাল ডেভেলপমেন্টের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে আসেন জুবাইরা আক্তার জবা।

একাদশ শ্রেণির এই শিক্ষার্থী বলেন, ভিন্ন জায়গায় নারীরা অবহেলার শিকার হচ্ছে। বিশেষ করে কন্যা শিশুরা রাস্তাঘাটে, কারখানায় নির্যাতনের শিকার হচ্ছে। আমি চাই এগুলো বন্ধ হোক, বাংলাদেশ সরকার যেন প্রতিটি শিশুকে একটি সুরক্ষিত জায়গা দেয়।

এর আগে শিশু একাডেমিতে শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, কন্যা শিশুর প্রতি বঞ্চনা; নারীর প্রতি বঞ্চনার অবসান ঘটাতে হবে- আমরা এই প্রত্যয় নিয়ে আজকে একত্রিত হয়েছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ