মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সোমবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন গাইবান্ধার আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও শান্তির পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন চৌধুরী মোয়াজ্জম আহমদ,জেলা প্রশাসক গাইবান্ধা। পরে প্রতিটি স্টল পরিদর্শন করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা- সামাজিক বন বিভাগ রংপুর,খোরশেদ আলম- উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা, জহির ইমাম- অতিরিক্ত জেলা প্রশাসক গাইবান্ধা,আব্দুল্লাহ আল মামুন- অতিরিক্ত পুলিশ সুপার গাইবান্ধা।
এক বিশেষ বিবৃতিতে গাইবান্ধা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলাম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের উচিত বেশি করে গাছ লাগানো।