রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটখিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালী চাটখিল উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও যুবদলের বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ঘটানাস্থলে গোলাগুলির ঘটনাও ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে চাটখিল উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষ্যে নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় বিএনপি যুবদলের অনেকেই অংশ গ্রহণ করেন নি। গত মঙ্গলবার বিকালে একই স্থানে উপজেলা যুবদল নেতা জগলুর নেতৃত্বে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার শেষে ওমর ফারুকের নেতৃত্বে জাহিদসহ একদল সন্ত্রাসী সভায় অংশগ্রহণকারীদের উপর হামলা করে নেতাকর্মীদের আহত করে। এ সময় জাহিদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ করে এলাকাবাসী। এতে করে স্থানীয় কড়িহাটি বাজারে জনমনে আতঙ্ক সৃষ্টি হলে দোকানপাট বন্ধ করে লোকজন এলাকা ত্যাগ করে।

আহতদের মধ্যে যুবদলের নেতা নাছির উদ্দিন (৩৭), টিপু (৩৫) ও রাশেদ (৩৯)-কে চাটখিল উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানান যায়।

এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানা কোন মামলা হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ