শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আশুগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ আটক ২

এমরান খাঁন, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গাঁজাবাহী নীল ও হলুদ রংয়ের পিকআপটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আশুগঞ্জের হোটেল রাজমনির সামনে এই বিপুল পরিমাণ মাদক দ্রব্যাদি জব্দ করা হয়েছে। গাজা বহনকারী একজনের নাম হান্নান মিয়া (৩৮) ও আরেকজন মো: বেলাল হোসেন (৩২)।

ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো:মোস্তফা রেজার তত্ত্বাবধানে চেকপোস্ট চলাকালে হোটেল রাজমনির সামনে থেকে নীল ও হলুদ রংয়ের একটি পিকআপ তল্লাশি করে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। সাব ইন্সপেক্টর কাজী সানোয়ার হোসেন ফোর্সসহ এই বিপুল পরিমাণ মাদকসহ পিকআপ ও দুজনকে আটক করে থানায় প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত দুইজন ভোলা জেলার দৌলতখান উপজেলার স্থায়ী বাসিন্দা। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।

আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো: মোস্তফা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে উক্ত বিষয়ে মামলার দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ