ইব্রাহীম আহমেদ, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে বুধবার সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মাওলানা জোবায়ের অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা আয়োজন করেছে।
জানা গেছে, সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় ইজতেমার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হয়েছে।
জোবায়ের অনুসারীরা এই হামলার জন্য মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের দায়ী করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
তারা অভিযোগ করেন যে, ইজতেমার মূল চেতনা নষ্ট করার জন্য সাদ অনুসারীরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিল।
সংঘর্ষের পর প্রশাসন ইজতেমা ময়দান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে উভয় পক্ষকে মাঠ ত্যাগের নির্দেশ দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।
প্রতিবাদ সভায় বক্তারা ইজতেমার পবিত্রতা রক্ষায় দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তারা ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়াতে প্রশাসনের কঠোর ভূমিকার আহ্বান করেন।