ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে পুলিশি অভিযানে ৬৫ বোতল বিদেশি মদ সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো নোয়াখলা ইউনিয়নের সাত্রাপাড়া মোকারাম বাড়ীর ইকবাল হোসেন মানিকের ছেলে
মো. আতাউর রহমান ওরফে রুবেল (৪৮) , কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কনকুইম কাদের মিয়াজী বাড়ীর শাহ আলমের ছেলে সাদেক হোসেন ওরফে শিখাব (২১)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।