শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

থানচিতে সনাতন ধর্মালম্বীদের গঙ্গা পূজা

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): প্রতি বছরে ন্যায় এবছরেও অপরূপ সৌন্দর্য্যমণ্ডিত সাঙ্গু নদীর চরে তিন দিনব্যাপী বান্দরবানের থানচিতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা পূজা ও গঙ্গা স্নানের অনুষ্ঠিত হয়েছে। এবারে ১৮ তম পুজায় গঙ্গা মায়ের সাথে মহাদেব, মহাভারতে শ্রী রামায়ন, সীতা দেবী, যমুনা দেবী, ভগিরত ও গঙ্গার মায়ের ভক্ত ঋশি বিশ্বগৌত্র পূজায় প্রতিমায় স্থান করে নিয়েছেন।

মঙ্গলবার সকালে থানচি সার্বজনীন গঙ্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে একটি মহাশোভাযাত্রা বের হয়ে বাজারে অলিগলিতে প্রদক্ষিণ শেষে সাঙ্গু নদীর চরে গঙ্গা পূজা মন্ডপে গিয়ে শেষ হয়। সেখানে সকল সম্প্রদায়ের শান্তিতে বসবাস, অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নতি এবং মঙ্গলে জন্য বন্দনা করা হয়েছে।

এদিকে আয়োজক কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন– মহাশোভাযাত্রার পাশাপাশি গোধুলি লগ্নে গঙ্গাপূজার অধিবাস শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, ধর্মীয় সংগীত পরিবেশন, সন্ধ্যায় আরতি, মহাপ্রসাদ বিতরণ এবং নানা ধর্মীয় আয়োজন শেষে আগামীকাল (বুধবার) দুপুরে শংঙ্খ নদে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে এবারের গঙ্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

পরে সেখানে সনাতনী সমাজের নারী ও পুরুষ ভক্তরা সাঙ্গু নদীতে জড়ো হয়ে গঙ্গা মায়ের পূজা করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় গঙ্গা স্মানে অংশ নেন।

এসময় মহাশোভাযাত্রায় অংশগ্রহণ নেন, পাবর্ত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোঃ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উবামং মারমা প্রমুখ।

এছাড়াও সাংবাদিক, শ্রী শ্রী কালি মন্দির পরিচালনা কমিটি সভাপতি পলাশ ধর, গঙ্গা পুজা উদযাপন কমিটি সভাপতি টিটু বিশ্বাস, সম্পাদক শিবু কর্মকারসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সনাতনী সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *