নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ ইমাম প্রশিক্ষণ একাডেমির আয়োজনে ১১২৪তম দলের নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল ৪টায় জেলা সদরের উত্তর গোবিন্দপুরে দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমি’র নিজস্ব কার্যালয়ে আয়োজিত সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুর- এর মহাপরিচালক ড. গোলাম ফারুক।
ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মো. আলমগীর হায়দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিকুল নবী মন্ডল।
প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবেশ মনিটর মাওলানা মো. রফিকুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা সাব্বির আহম্মেদ। ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. গোলাম ফারুক রাজশাহী বিভাগের আটটি জেলার একশ’জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামকে মধ্যে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসা ব্যাগ প্রদান করেন।
দিনাজপুরে ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ
- যায়যায়কাল
- নভেম্বর ২৭, ২০২৩
- ১১:৪৩ অপরাহ্ণ
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram