আলমগীর হোসেন , কেশবপুর (যশোর) : নির্বাচনকালীন সময়ে জনগণের মাঝে ঘোষণা দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান।
কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান নির্বাচনকালীন সময়ে ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে সরকারের দেয়া সম্মানীর ভাতা তিনি ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করবেন। সে ওয়াদা মোতাবেক তিনি প্রথম মাসের সম্মানীর ভাতা ধর্মীয় প্রতিষ্ঠান ও অভাবি মানুষের মাঝে বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি সম্মানীর টাকা বিতরণ করেন। মধ্যকুল মাঝেরপাড়া জামে মসজিদে ৫ হাজার, বগা জামে মসজিদ ৫ হাজার, গোপসেনা মালোপাড়া মন্দিরে ৫ হাজার, দশকাহুনীয়া গ্রামের হতদরিদ্র রেশমা খাতুন ৩ হাজার ও বড়পাথরা গ্রামের আমিনুল ইসলামকে ২ হাজার টাকা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহীদুজ্জামান শহীদ প্রমুখ।