মেহেদী হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ, এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (০১ মার্চ) সকাল ১০ টায় নেত্রকোনা জেলা প্রশাসন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের আয়োজনে প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়
এসময় র্যালীতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জাতীয় বীমা দিবসে জেলায় লিট কোম্পানি হিসেবে লিট দেওয়া বীমা কোম্পানি বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএমডি মো. মাসুম হাসান জামাল,সহ নেত্রকোনা জেলা শাখার সকল বীমা কোম্পানির জেনারেল ম্যানেজার ও বীমা কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এসময় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সহ বেশ কয়েকটি কোম্পানির মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী এমপি।
এসময় বিভিন্ন বীমা কম্পানীর কর্মকর্তা ও কর্মচারীরা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।