মো. জোবায়ের ইসলাম, নিজস্ব প্রতিবেদক: দরপতন রোধে সার্কিট ব্রেকার ও ফ্লোর প্রাইজের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজি বাজার বিনিয়োগ কারী ঐক্য পরিষদ। দীর্ঘ তিন মাস ধরে পুঁজিবাজারে দরপতন হচ্ছে।
সম্প্রতি তা প্রকট আকার ধারন করেছে ‘তাই ধারাবাহিক পতন রোধ করার জন্য বিনিয়োগকারী সংগঠনের নেতা মিজানুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে সার্কিট ব্রেকার ও ফ্লোর প্রাইজ নির্ধারণ করার জন্য বিনিয়োগ কারী সংগঠন এর নেতা আব্দুর রাজ্জাকসহ ভিবিন্ন নেতাকর্মীবৃন্দ সহ মিটিং করে বিএসইসির চেয়ারম্যান কে অবহিত করে চিঠি পাঠানো হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক বলেছেন বিনিয়োগকারী স্বার্থে আপনাদের দাবী পালন করবে। পরে বিএসইসিতে মিটিং হয়। মিটিংয়ে জানানো হয় আগামী কাল থেকে নির্ধারণ হয়েছে, বুধবার থেকে শেয়ারদর ২% এর বেশি কমতে পারবেনা -বিএসইসি।
যায়যায়কাল/৮মার্চ২০২২/কেএম/