রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাটে দুই দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বিআরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি প্রণয়ন ও সকল অনিয়মিত কর্মচারীদের দ্রুত চাকরি নিয়মিত করনের দাবি জানানো হয়।
এসময় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুশান্ত রায়, এজিএম পারভেজ আলম, মো. রিপন বিশ্বাস, মো. আরিফুল ইসলাম, দিপ্ত মল্লিক ডিজিএম শহিদুল ইসলামসহ বাগেরহাটের সবকটি উপকেন্দ্র ও সদরদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা এবং পলিসি প্রণয়নে অদক্ষতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা প্রতি নিয়ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরণ করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে আগামীতে রাজপথে নেমে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।