আসমা আক্তার সাথী, লোহাগড়া (নড়াইল): নড়াইলের লোহাগড়া উপজেলার ০৬নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টায় জয়পুর বোর্ড অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বিএনপির একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রেক্ষাপট নিয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয়দের মতে মো. সাইফুল ইসলাম সুমন জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বও বহন করছেন।