রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের ডাসার উপজেলার ভূরঘাটা-শশিকর সড়কে কাজী বাকাই ইউনিয়নের বয়াতি বাড়ি ব্রীজের আরেক নাম এখন ভোগান্তি। দীর্ঘদিন যাবৎ চলা বয়াতী বাড়ি সেতুর কাজ এখনো শেষ না হওয়ায় সৃষ্টি হয়েছে এ দুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বছর খানেক আগে বয়াতী বাড়ি সেতুর কাজ শুরু হয়। এ সময় ওখানের আগের সেতুটি ভেঙে নতুন সেতুর কাজ শুরু হয়। এরপর থেকে বিকল্প সড়ক হিসেবে পাশের পরিত্যক্ত ইটভাটার ভিতর দিয়ে যানবাহন চলাচল করতে থাকে। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ওই বিকল্প সড়কে হাটু পর্যন্ত কাঁদা পানি জমে জনসাধারণের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়।পাশাপাশি এরই মাঝে ওখানে বেশকিছু ছোটখাটো দূর্ঘটনার শিকার হয় চলাচলকারীরা।
তাই স্থানীয়রা মিলে নির্মানাধীন সেতুর সাথে সাঁকো তৈরি করে জনসাধারনের চলাচলের ব্যবস্থা করেছে। তবে যানবাহন চলাচলে এখনো পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এসব কারণে দ্রুত ওই সেতুর নিমার্ণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ ওই সড়কে চলাচলকারী হাজারো জনগণ।