সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেলেন শিবগঞ্জের ইউএনও

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এদিকে শিবগঞ্জের ইউএনও পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, শিবগঞ্জ জাতীয় অনলাইন প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই, মোকামতলা মডেল প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ীক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

এর আগে গত কয়েকদিন আগে ইউএনও তাহমিনা আক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। এ সময় তারা ইউএনও তাহমিনা আক্তারকে জনবান্ধন আখ্যা দিয়ে বলেন, “শিবগঞ্জ উপজেলায় এই ইউএনওকে আমরা চাই।”

উপজেলার ভরিয়া পূর্ব পাড়া গ্রামের মোহাম্মদ আলী জানান, আমি গরীব মানুষ। আমার বাড়ি আগুনে পুড়ে গিয়েছিলো। সে সময় ইউএনও স্যার খবর পেয়ে আমাদের নতুন ঘর করে দেন। আসবাব পত্র, পোষাক ও নগদ অর্থ দেন। আমরা এমন একজন জনবান্ধব সরকারি কর্মকর্তাকেই চেয়েছিলাম।

রহবল হিন্দু পাড়া গ্রামের তারা বেগম জানান, গত বছর প্রচণ্ড শীতে আমরা কষ্ট পাচ্ছিলাম ইউএনও মহোদয় শোনার পর আমাদের শীতবস্ত্র প্রদান করেছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, আমি রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। আমার এই পদোন্নতির মাধ্যমে মানুষের সেবার দায়িত্ব আরও বেড়ে গেলো। আমার নতুন কর্মস্থলে সাধারণ মানুষকে সঠিক সেবা যেনো দিতে পারি এজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ