বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইসিটি মামলায় ৫ সাংবাদিকের জামিন

আদালত চত্বরে আইসিটি মামলায় জামিন পাওয়া ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ৫ সাংবাদিক। ছবি :যায় যায় কাল

নিজস্ব প্রতিবেদক:-

ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে এক নারী কাউন্সিলরের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ৫ সাংবাদিকের জামিন আবেদন মঞ্জুর করেছে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা জজ মোহাম্মদ জহিরুল কবির উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে এ জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন পাওয়া পাঁচ সাংবাদিক হলেন- সমকালের নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন, আমার সংবাদের প্রতিনিধি মো. বাবুল, দৈনিক বর্তমানের প্রতিনিধি মো. সফর আলী, এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের প্রতিনিধি জ ই বুলবুল এবং দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মমিনুল হক রুবেল।

মামলা সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধার সন্তান সেজে ভাতা উত্তোলনের অভিযোগের ভিত্তিতে নবীনগর পৌরসভার নারী কাউন্সিলর নিলুফা ইয়াছমিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত বছর তাদের নামে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে ১৫-২৩নং মামলা হয়। ওই মামলায় চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে পাঁচ সাংবাদিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তারা গত ২৩ এপ্রিল হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করেন।

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
সাংবাদিকদের পক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট স্বরুপ কান্তি দেবনাথ।

এ মামলা থেকে জামিন পাওয়া সাংবাদিকরা জানান, আমরা অভিযোগের ভিত্তিতে পত্রিকায় সংবাদটি প্রকাশ করায় মামলার আসামি হয়েছি। তদন্তকারী কর্মকর্তা আমাদের এ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এখন স্থায়ী জামিন পেয়েছি এবং স্থায়ী অব্যাহতিরও দাবি করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ