
খাইরুল হাসান, নবীনগর: আজ জাতির শ্রেষ্ঠ সন্তান ও মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও দেশপ্রেমের অমর দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দেওয়া এ বীর সন্তানকে আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিনে তাঁর প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ আগস্ট পাকিস্তানি দমন-নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেন। তাঁর এই আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীনতার লাল সূর্য।
জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী এই মহান বীরকে।