
মোহাইমিনুল ইসলাম(উলিপুর)কুড়িগ্রাম: “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে “বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪” উপলক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকোশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উলিপুর জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তর থেকে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিন করে এসে হাত ধোয়া প্রদর্শন করে এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃআব্দুল হাই সহ বিভিন্ন এনজিও অফিস এর প্রতিনিধিরা।